ভিডিওহেপাটাইটিস বি
হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত দম্পতির বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোন ঝুঁকি আছে কিনা?
হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত দম্পতির বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোন ঝুঁকি আছে কিনা?
বাবার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে বাচ্চার জন্য আলাদাভাবে কোন টিকা নেওয়া লাগবে না, ইপিআই শিডিউলে বি ভাইরাসের টিকা অন্তর্ভুক্ত আছে অর্থাৎ টিকা কার্ডের সবগুলো টিকা নিলেই হব, শুধু বাচ্চার ৯-১৫ মাস বয়সের ভিতর টিকার কার্যকারীতা পরীক্ষা করাতে হবেafter
মায়ের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে গর্ভকালীন সময় ভাইরাস কোন অবস্থায় আছে দেখতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে এবং বাচ্চার জন্মের সাথে সাথে ইমিউনোগ্লোবিউলিন ও টিকা দিতে হবে এবং বাচ্চার ৯-১৫ বয়সের ভিতর টিকার কার্যকারীতা পরীক্ষা করাতে হবে।
যারা বন্ধাত্নের চিকিৎসা করাচ্ছেন তাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে ভয়ের বা আতংকের কিছু নাই শুধু লিভারের চিকিৎসকের হেপাটলজিস্ট এর পরামর্শ নিবেন, ভাইরাস নিষ্ক্রিয় থাকলে বন্ধাত্নের চিকিৎসা করাতে কোন বাধা নাই। Read more articles